
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের ৪ পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানির ৪ পরিচালক মোট ৬৯ লাখ ২৮ হাজার ৩৫০টি শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নুরানি ডাইংয়ের দুই উদ্যোক্তা পরিচালক রেহানা আলম ও এসকে নুরুল আলম যথাক্রমে ১৬ লাখ ৫৭ হাজার ৫০০ ও ১৮ লাখ ৮৭ হাজার ৩৪০টি বোনাস শেয়ার বেচবে। তাদের কাছে যথাক্রমে ৯১ লাখ ৫৭ হাজার ৫০০ ও এক কোটি ৪ লাখ ২৭ হাজার ৩৪০টি শেয়ার আছে।
এই কোম্পানির কর্পোরেট পরিচালক দাউদপুর রাইস মিলস ২৮ লাখ ৭৩ হাজার শেয়ার বিক্রি করবে। এই কর্পোরট পরিচালকের কাছে নুরানি ডাইংয়ের এক কোটি ৫৮ লাখ ৭৩ হাজার শেয়ার আছে।
নুরানি ডাইংয়ের আরেক উদ্যোক্তা পরিচালক এসকে নুর মোহাম্মদ আজগর ৫ লাখ ১০ হাজার ৫১০টি বোনাস শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ২৮ লাখ ২০ হাজার ৫১০টি শেয়ার আছে।
কোম্পানির এই পরিচালকেরা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
প্রসঙ্গত, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৭.৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৮.৯৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩.২৮ শতাংশ শেয়ার আছে।
সান বিডি/এসকেএস