
যুক্তরাজ্য এবং ইউরোপের বাজারে ওষুধ রপ্তানির অনুমোদন পেলো একমি ল্যাবরেটরিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) একমি ল্যাবরেটরিজের ধামরাইয়ের দুলাভিটা কারখানার সলিড ডোসেজ ইউনিট (এসডিইউ) সফলভাবে পরিদর্শন করেছে।
কারখানা পরিদর্শনের পর সংস্থাটির পক্ষ থেকে দেয়া জিএমপি কমপ্লায়েন্স সার্টিফিকেট গ্রহণ করেছে একমি ল্যাবরেটরিজ। এর মাধ্যমে একমি ল্যাবরেটরিজের ওষুধ যুক্তরাজ্য এবং ইউরোপের বাজারে প্রবেশের দ্বার উন্মুক্ত হয়েছে।
সান বিডি/এসকেএস