রাইট ইস্যু বাস্তবায়নের সময় বেড়েছে বিডি থাইয়ের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১১ ১১:৪৫:২৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইটের টাকা ব্যবহারের সময় বাড়িয়েছে। কোম্পানিটি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে ৩০ জুন, ২০১৯ সাল পর্যন্ত টাকা ব্যয়ের সময় বাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি রাইট ইস্যু বাস্তবায়নের সময় বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছিল। বিএসইসি বিয়টি অনুমোদন করেছে।

এছাড়া কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।

প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে বিডি থাইয়ের শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল  ৫৭ পয়সা।

এদিকে শেষ ৩ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ০৯ পয়সা।

সান বিডি/এসকেএস