মেঘনা সিমেন্টের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১১ ১২:০১:০৯

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট লিমিটেড সম্পূর্ণ রিডীমেবল নন কনভার্টেবল প্রেফরেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, মেঘনা সিমেন্ট সম্পূর্ণ রিডীমেবল নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি শুধুমাত্র ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে ১০০ কোটি টাকা মূল্যের ১০ কোটি শেয়ার ইস্যু করবে। এছাড়াও ১০ কোটি শেয়ারের বাইরে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে আরও ২ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৫৪২টি সম্পূর্ণ রিডীমেবল নন-কনভার্টেবল নন-লিস্টেড শেয়ার ইস্যু করবে। যা তাদের উদ্যোক্তা পরিচালক ( স্বাধীন পরিচালকসহ) ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মূল্য ২৫ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৪২০ টাকা।
কোম্পানিটি মূলধন বৃদ্ধির জন্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার ইস্যু করবে। প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা বৃদ্ধির জন্য পণ্য উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহার করবে। আর এ ফান্ডের লিড অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করবে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এর আগে বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ শেয়ার ইস্যু করা হবে এবং প্রেফারেন্স শেয়ারে বিস্তারিত চূড়ান্ত করে যথাযথ সময়ে বিস্তারিত প্রকাশ করা হবে বলে গত বছরের ১৩ আগষ্ট ডিএসইর মাধ্যমে জানিয়েছিল মেঘনা সিমেন্ট।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













