
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮ টি কোম্পানির ৫ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নূরানী ডায়িংয়ের শেয়ার। কোম্পানিটির মোট ৩ কোটি ৪৯ লাখ ৭৫ হাজর টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে তৃতীয় অবস্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ১ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স ৫ লাখ ১ হাজার, আইডিএলসি ১৮ লাখ ৬০ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১১ লাখ ৯০ হাজার, রেনউইক যজ্ঞেশর ৬ লাখ ৮০ হাজার এবং সামিট এলায়েন্স পোর্ট ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস