শেয়ার দর পতনের শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১১ ১৭:৫৯:১১

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার দর ছিলো ১৮৩.৯০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ১৭১.৯০ টাকায়। অর্থাৎ আজ ব্যাংকটির শেয়ার দর ১২ টাকা বা ৬.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ব্যাংকটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.১০ টাকা বা ৫.৭২ শতাংশ কমে দ্বিতীয় এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ টাকা বা ৫.৬৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে উঠে আসে।
এছাড়া তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৫.৫৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স ৫.৫১ শতাংশ, নর্দান জুট মেনুফেক্সারি ৫.১৬ শতাংশ, নুরানী ডায়িং অ্যন্ড সুয়েটার ৫.০৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৪.৭৯ শতাংশ, আলিফ ইন্ড্রাসট্রিস ৪.৭৭ শতাংশ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির ৪.৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












