লক ফ্রি হলো এম.এল ডাইংয়ের ২৫ লাখ শেয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১২ ১১:২৬:১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এম.এল ডাইংয়ের ২৫ লাখ শেয়ার বিক্রয়যোগ্য (লক ফ্রি) হয়েছে আজ মঙ্গলবার (১২ মার্চ ২০১৯)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এম.এল ডাইং থেকে ২ কোটি শেয়ার ইস্যু করা হয়। এরমধ্যে ৫০ শতাংশ বা ১ কোটি শেয়ার পেয়েছে যোগ্য বিনিয়োগকারীরা। যার ২৫ শতাংশ বা ২৫ লাখ শেয়ার আগামি ১২ মার্চ বিক্রয়যোগ্য হবে।
পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, যোগ্য বিনিয়োগকারীদের ক্ষেত্রে আইপিওতে প্রাপ্ত শেয়ারের ৫০ শতাংশ লেনদেনের প্রথমদিন থেকেই বিক্রয়যোগ্য থাকে। বাকি ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ শেয়ার ৬ মাস পরে বিক্রয়যোগ্য হয়। আর বাকি ২৫ শতাংশ বিক্রয়যোগ্য হয় ৯ মাস পরে। যা কোম্পানির প্রসপেক্টাস ইস্যুর বা পত্রিকায় সংক্ষিপ্ত সংস্করন প্রকাশের দিন থেকে হিসাবযোগ্য।
এর আগে এম.এল ডাইংয়ের বিক্রয় অযোগ্য থাকা ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ বা ২৫ লাখ শেয়ার গত ১২ ডিসেম্বর বিক্রয়যোগ্য হয়।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













