সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১২ ১৫:১৪:৪১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, দর কমেছে ২৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

আজ ডিএসইতে ৬২১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫০৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ১১৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে।

অপরদিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪১৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর। সিএসইতে ১৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস