শেয়ার দর বৃদ্ধির শীর্ষে বৃটিশ আমেরিকান ট্যোবাকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১২ ১৬:১০:৫৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ার দর সোমবার ছিল ৩৯৪৯.৫০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৫৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬৩০.৫০ টাকা বা ১৫.৯৬ শতাংশ।

ডিএসইতে আজ শেয়ার দর ৯.৯৪ শতাংশ বেড়ে ডাচ-বাংলা ব্যাংক দ্বিতীয় এবং শেয়ার দর ৬.২৫ শতাংশ বেড়ে ম্যারিকো টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে উঠে আসে।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেকিট বেনকিজারের ৪.৯৯ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৫০ শতাংশ, ডিবিএইচের ৩.৭০ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৫১ শতাংশ, অগ্রনী ইন্স্যুরেন্সের ৩.০২ শতাংশ এবং বার্জার পেইন্টসের শেয়ার দর ২.২৫ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস