বিএনপির সঙ্গে আ.লীগের মিলবে না: নাসিম

আপডেট: ২০১৫-১১-১০ ১৯:৪৯:০৫


nasim4_90267আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনিপির সঙ্গে তাদের মিলবে না। লোক দেখানো সংলাপ করে কোনো লাভ নেই।

আজ মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “যারা একাত্তর ও পঁচাত্তরের খুনিদের পুরস্কৃত করে তাদের সঙ্গে শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কারোর সমঝোতা হতে পারে না।”

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের মিলবে না উল্লেখ করে নাসিম বলেন, “আমাদের লক্ষ্য একাত্তরের ঘাতকদের বিচার করা। আর বিএনপির লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। তাই তাদের সঙ্গে সংলাপ করে সমঝোতা হবে কীভাবে।”

আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ূয়া, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের মঈনউদ্দিন খান বাদল এমপি, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ