
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডাচ-বাংলা বাংক ১৩ মার্চ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো সীমা ছিল না। মঙ্গলবার ব্যাংকটির শেয়ার দর ছিল ১৮৯ টাকায়। আজ লেনদেনের ক্ষেত্রে কোনো সীনা না থাকায় ব্যাংকটির শেয়ার দর বেড়ে ২১৭.৭০ টাকায় দাঁড়ায়। অর্থাৎ ব্যাংকটির শেয়ার দর ২৮.৭০ টাকা বা ১৫.১৮ শতাংশ বেড়েছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেঅ্যান্ডকিউয়ের ৮.৮১ শতাংশ, উত্তরা ব্যাংকের ৮.৩০ শতাংশ, লিবরা ইনফিউশনর ৭.৪৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.৭৫ শতাংশ, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, বার্জার পেইন্টসের ৬.২২ শতাংশ, ম্যারিকোর ৫.৬২ শতাংশ, রূপালী ব্যাংকের ৫.২৯ শতাংশ এবং রেকিট বেনকিজারের শেয়ার দর ৪.৯৯ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস