মৌ মেলায় ৩০ লাখ টাকার মধু বিক্রি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-১৩ ১৭:১৮:০২
রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দীন মিলকী মিলনায়তন চত্বরে শেষ হলো জাতীয় মৌ মেলা। তিন দিনের এ মৌ মেলা গতকাল শেষ হয়। এবারের মেলায় এবার প্রায় ৩০ লাখ টাকার মধু বিক্রি হয়। গত বছর মেলায় মধু বিক্রি হয়েছিল প্রায় ১১ লাখ টাকা। তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। মেলায় সরকারি ছয়টি ও বেসরকারি ৫৩টি প্রতিষ্ঠানের মোট ৬২টি স্টল অংশ নেয়। এবার মেলার প্রতিপাদ্য ‘পুষ্টি, আয় ও ফলন বাড়াবে মৌ চাষ’।
মৌ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিসচিব ড. মো. আব্দুর রৌফ। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম।
উল্লেখ্য, গত রবিবার প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।