
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে বোনাস ৫.৯৫ শতাংশ আর নগদ ৭.০৫ শতাংশ।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে ছিলো ২টা ৪১ পয়সা আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৯৫পয়সা। গত বছর একই সময়ে ছিলো ২৯ টাকা ৯৭ পয়সা
কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৮ এপ্রিল। আর বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৮এপ্রিল।
সান বিডি/এসকেএস