ভারত থেকে সজনে আমদানি শুরু হচ্ছে

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-১৮ ১৬:৫৮:০৮


ভারত থেকে  দেশে প্রথমবারের মতো সজনে আমদানি শুরু হচ্ছে। চাহিদা ও দাম ভালো পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে আনা হচ্ছে। পরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব সজনে সরবরাহ করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ‘আগে কোনোদিন বন্দর দিয়ে ভারত থেকে সজনে আমদানি হয়নি। গত এক সপ্তাহের বেশি সময় ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে আমদানি শুরু হয়েছে। বন্দর দিয়ে গড়ে প্রতিদিন এক থেকে দুইট্রাক (মিনি পিকআপ) করে সজনে আমদানি হচ্ছে।’

সজনে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, ‘বাজারে এখনও দেশীয় সজনে উঠেনি। এছাড়াও স্বাদে ভালো ও দেখতে মোটা হওয়ার কারণে দেশের বাজারে ভারতীয় সজনের বেশ চাহিদা রয়েছে। এক সপ্তাহের বেশী সময় ধরে ভারত থেকে দেশে সজনে আমদানি করা হচ্ছে। প্রতি টন সজনে আড়াইশ’ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। আর কাস্টমসে ৫শ’ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। এতে  প্রতি কেজি সজনেতে ১৫ টাকার শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এছাড়া বন্দরের মাশুলসহ মোট ২০ টাকার মতো খরচ দিতে হচ্ছে।’

তিনি আরও জানান, দেশের বাজারে ভারতীয় সজনে পাইকারিতে প্রতি কেজি ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে প্রথমদিকে প্রতি কেজি সজনে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন দাম খানিকটা কমে এসেছে। প্রতিদিন ১ থেকে ২ ট্রাক করে সজনে আমদানি হচ্ছে। রাজধানী ঢাকাসহ রংপুর, দিনাজপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব সজনে সরবরাহ করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় জাতের সজনে উঠতে শুরু করলে ভারতীয় সজনের আমদানি বন্ধ হয়ে যাবে।’