শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না রেনউইক যজ্ঞেশ্বর
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১৯ ১২:০২:২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড কর্তৃপক্ষ শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৭ মার্চ রেনউইকের শেয়ার দর ছিল এক হাজার ৩৭৮ টাকা ৭০ পয়সা। ১৮ মার্চ এক হাজার ৫০১ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













