সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১৯ ১৫:১২:২৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৩টির, দর কমেছে ৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

ডিএসইতে ৪৩৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৩৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২১২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।সিএসইতে ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস