শেয়ার দর পতনের শীর্ষে বিচ হ্যাচারি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৩-১৯ ১৬:২৫:০০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৭৪ বারে ৭ লাখ ৩৭ হাজার ৫৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ১৯ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৫ শতাংশ বা ৬ টাকা ৪০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৫৪ বারে ৮৫ হাজার ৫৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ লাখ ৭ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লাক্সোস্মিথক্লেইনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৫ শতাংশ বা ৭৬ টাকা ৯০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ হাজার ৪১৫ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৮৯ বারে ৬ হাজার ৫৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৩ লাখ ২৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ইউনাইটেড ফিন্যান্স, বাটা সু, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, একমি ল্যাবরেটরিজ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












