শেয়ার দর বৃদ্ধির শীর্ষে বিডি ফিন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১৯ ১৬:২৯:০৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২১ বারে ২ লাখ ৭৩ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ ৭৭ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৩৭ বারে ৫ লাখ ৫৫ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৭ দশমিক ২৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪০৫ বারে ৬ লাখ ৬৮ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৮ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- মতিন স্পিনিং, ফেডারেল ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও বিডি অটোকারস।

সান বিডি/এসকেএস