সময়ের আগেই বৈদেশিক ঋণ পরিশোধ করছে ইউনাইটেড পাওয়ার
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-১৯ ১৮:৫৫:০৬

সময়ের আগেই বৈদেশিক ঋণ পরিশোধ করছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের (ইউপিজিডিসিএল) সহযোগী কোম্পানি ইউনাইটেড এনার্জি এর সহযোগী কোম্পানি ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড। প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা ২০০ মেগাওয়াট।এই ঋণ পরিশোধ করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন অথরিটি (বিডা)।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০১৭ সালের ৩১ জানুয়ারী ৬১.৭৮ মিলিয়ন ইউ এস ডলার ঋণ নিয়েছিলো কোম্পানিটি। এর মেয়াদ ছিলো ১০ বছর। এর মধ্যে আইএফসি থেকে ২০.৫০ মিলিয়ন, Deutscse Investitions-und Entwicklungsgesellschaft mbH (DEG) থেকে ২০.৫০ মিলিয়ন এবং এক্সর্পোট ক্রেডিট এজেন্সি (ইসিএ) থেকে ২০.৭৮ মিলিয়ন ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৯৩ কোটি টাকা। ওই সময় টাকার বিপরীতে ইউ এস ডলারের মূল্যমান কম থাকায় এ ঋন কোম্পানির জন্য অত্যন্ত লাভজনক ছিল। বর্তমানে ইউ এস ডলারের বাজার মূল্যমানের উর্ধগতির পাশাপাশি উল্লেখিত ঋন সমূহের মূল সূচক হার বৃদ্ধি ইত্যাদির কারণে বোর্ড এই ঋন মেয়াদোত্তীর্নের পূর্বেই পরিশোধের সিদ্ধান্ত নেয়।
এর প্রেক্ষিতে গত বছরের ২০ ডিসেম্বর ঋন পরিশোধের অনুমোদনের জন্য বিডার কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে চলতি বছরের ৭ মাচ ৩২.১২ মিলিয়ন ইউ এস ডলার পরিশোধের জন্য অনুমোদন দেয় বিডা। এর মধ্যে আইএফসির ১৬.০৬ মিলিয়ন ইউ এস ডলার, ডিইজির ১৬.০৬ মিলিয়ন ইউ এস ডলার রয়েছে। আর ইসিএ থেকে নেওয়া ২২.৯৩ মিলিয়ন ইউ এস ডলার এর অনুমোদন দেয়নি বিডা । এর জন্য কোম্পানিটি আবারও আবেদন করেছে। যা অনুমোদনের অপেক্ষায় আছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউনাইটেড গ্রুপের সি.এফ.ও মোঃ ইবাদত হোসেন ভূঁইয়া, এফসিএ বলেন “কোম্পানীর নিজস্ব তহবিল থেকে এ ঋন পরিশোধ করা হবে। মেয়াদোত্তীর্নের পূর্বেই ঋন পরিশোধ করার ফলে বৈদেশিক বিনিময়ের হার জনিত ক্ষতি ও ঋনের সুদের টাকা সাশ্রয় হবে এবং ইউএইএল এর নীট মুনাফা উল্লেখযোগ্য পরিমান বৃদ্ধি পাবে”।
উল্লেখ্য, গত ১লা জুলাই ২০১৮ তারিখে কোম্পানিটিকে ইউনাইটেড এনার্জি অধিগ্রহন করে এবং একই তারিখে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ইউপিজিডিসিএল), ইউনাইটেড আশুগঞ্জ এনার্জিকে অধিগ্রহন করে। গত ১লা জুলাই ২০১৮ থেকে ৩১ ডিসেম্বও ২০১৮ পর্যন্ত অনিরীক্ষিত অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড পাওয়ার এর সমন্বিত ইপিএস হয়েছিল শেয়ার প্রতি ৭.৬৯ টাকা। ঋন পরিশোধের ফলে ইউএইএল এর নীট লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাব্যতার প্রেক্ষিতে ইউপিজিডির সমন্বিত ইপিএস বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













