
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনে বিমা খাতের কোম্পানির আধিপত্য দেখা গেছে। পতনের তালিকার ১০ কোম্পানির মধ্যে ৮টি কোম্পানিই রয়েছে বিমা খাতের। তালিকার শীর্ষে উঠে এসেছে সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৭০ পয়সা বেচাকেনা হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের য়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৮.৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৪৭ টাকা ৪০ পয়সা দরে বেচাকেনা হয়েছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, গ্লোবাল ইন্স্যুরেন্স ও মতিন স্পিনিং মিলস লিমিটেড।
সান বিডি/এসকেএস