মধ্যরাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপির মেরিডিয়ান অঞ্চলে এক রেস্তোরাঁর পার্কিং লট ধসে গর্তে ঢুকে গেল ১৫টি গাড়ি। গাড়ির মালিকরা তখন সবাই রাতের খাবার খেতে ব্যস্ত রেস্তোরাঁর ভেতরে।
প্রতক্ষদর্শী জানায়, গত শনিবার সৃষ্ট হওয়া গর্তটি দৈর্ঘ্যে ৬০০ ফুট ও প্রস্থে ৫০ ফুট। রেস্তোরাঁর এক কর্মী ভূমিকম্প হচ্ছে ভেবে ভয়ে চিৎকার করে ওঠে।
মেরিডিয়ান দমকল বাহিনী জানায়, তাঁরা ফোনে খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনাস্থলে দেখা যায় এক বিরাট গর্ত, পৃথিবী যেন দু'ভাগ হয়ে গিয়েছে, সৃষ্টি হয়েছে এক গভীর খাদের। ১৫টি গাড়ি পড়ে গিয়েছে ওই খাদে। এর ফলে পানির পাইপ ফেটে যাওয়ায় পানি সরবরাহ ব্যাহত হয় ওই অঞ্চলে। দমকল বাহিনী সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।
প্রাথমিক ভাবে এ খাদ সৃষ্টির কোনো কারণ তারা জানাতে পারেনি। যদিও অনুমান করা হচ্ছে, গত ২/৩ দিন ধরে মেরিডিয়ান অঞ্চলে যে ভারী বৃষ্টি হয়েছে সেটাই এই দুর্ঘটনার জন্য দায়ী। আসল কারণ খুঁজে পাওয়ার জন্য সন্ধান চলছে। এই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হননি।
সানবিডি/ঢাকা/রাআ