
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৯৬ বারে ৯ লাখ ৫৩ হাজার ২৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের দর বেড়েছে ২৬ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২৭ টাকা দরে লেনদেন হয়।
কোম্পানিটি এক হাজার ৯০৯ বারে এক লাখ ৫৬ হাজার ৬১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৯ লাখ টাকা।
এই তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৩৯ টাকা ২০ পয়সা বা ৭.৫০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৬১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি এক হাজার ৫৪৫ বারে ৫৬ হাজার ৬০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-এমবি ফার্মা, বিডি অটোকার্স, ফাইন ফুডস, ইস্টার্ন লুব্রিকেন্টস, রেনউইক যজ্ঞেশ্বর, সিভিও পেট্রো কেমিক্যাল ও আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।
বিডি/এসকেএস