শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা আরডি ফুডের উদ্যোক্তা পরিচালকের

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৩-২১ ১৭:২১:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রডাক্টস (আরডি ফুড) লিমিটেডের উদ্যোক্তা এস.এম. ফকরুজ্জামান ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৭৪ লাখ ১০ হাজার ৪০৬টি শেয়ার আছে।

অন্যদিকে কোম্পানির কর্পোরেট পরিচালক ওয়ারস কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি ৯ লাখ শেয়ার কিনবে। এই দুই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ এপ্রিলের মধ্যে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা-বেচা করতে পারবে।

উল্লেখ্য, আরডি ফুডের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.২৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০.৩৬ শতাংশ শেয়ার আছে।

বিডি/এসকেএস