চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২১ ১৭:৩৪:৩৯


এ বছর কুষ্টিয়ায় ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। চলতি মৌসুমে জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। আবহাওয়া অনুকূল থাকলে এ বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় এবার ৭ হাজার ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় দুই হাজার ৫৫০ হেক্টর, খোকসা উপজেলায় ৩৫ হেক্টর, কুমারখালী উপজেলায় ৩৩০ হেক্টর, মিরপুর উপজেলায় এক হাজার ৩৮০ হেক্টর, ভেড়ামারা উপজেলায় ৩৩০ হেক্টর ও দৌলতপুর উপজেলায় তিন হাজার ৮৫০ হেক্টর ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু, লক্ষ্যমাত্রা অতিক্রম করে আট হাজার ৪৭৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।

কুষ্টিয়ার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক রিগান আলী বলেন, ‘এবার আমি গতবারের চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ করেছি। এবার ফলন খুব ভালো হয়েছে। আশা করছি, খরচ বাদে ভালো দামে বিক্রি করতে পারবো।’

ফুলবাড়িয়া গ্রামের এক কৃষক জানান, এবার দুই বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। ভুট্টা আবাদে রোগ-বালাই অনেক কম। আবার অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি। তাই ভুট্টা আবাদ করেছি। আশা করছি চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভুতি ভূষণ সরকার বলেন, ‘এবার ভুট্টার ফলন ভালো হয়েছে। ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কৃষকদের উদ্বুদ্ধ করায় তারাও ভুট্টা চাষে আগ্রহী হয়েছে।’