সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্টস
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৩-২৩ ১৫:৪৪:১২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ১০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৯৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রেকিট বেনকিজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ম্যারিকো, রংপুর ফাউন্ডারি, বিডি অটোকার্স, জেএমআই সিরিঞ্জ ও লিবরা ইনফিউশনস লিমিটেড।
বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












