সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বৃটিশ আমেরিকান ট্যোবাকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৩ ১৫:৫০:২৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার অর্থাৎ ৯৮ কোটি ৩৬ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে। আগের সপ্তাহেও এই কোম্পানিটি ১৮২ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকার লেনদেনের মাধ্যমে ডিএসইর টপটেন টার্নওভারের শীর্ষে উঠেছিল।
ডিএসইতে টাকার পরিমাণে সাপ্তাহিক লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে আসে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৯৪ কোটি ২৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে উঠে আসা ইউনাইটেডর পাওয়ারের ৭৪ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে সাপ্তাহিক লেনদেন তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের ৫৬ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৫ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৪৮ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার টাকার, ম্যারিকোর ৪১ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকার, সিঙ্গার বাংলাদেশের ৩৮ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকার, গ্রামীণফোনের ৩১ কোটি ৭২ লাখ ১৮ হাজার টাকার এবং আলিফ ইন্ডাস্ট্রিজের সপ্তাহজুড়ে ২৯ কোটি ৮৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












