
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে । কোম্পানিগুলো হলো- লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং বিচ হ্যাচারী লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লংকাবাংলা ফাইন্যান্স:
আর্থিক খাতের এ কোম্পানির এজিএম আগামী ২৭ মার্চ, সকাল ১০টায় মাইডান্স সেন্টার, ধানমন্ডী-২৭, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
আইডিএলসি ফাইন্যান্স:
আর্থিক খাতের এ কোম্পানির এজিএম আগামী ২৮ মার্চ, সকাল ১০টায় উৎসব হল, রেডিসন ব্লু এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
বিচ হ্যাচারী:
খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এ কোম্পানির এজিএম আগামী ২৮ মার্চ, সকাল সাড়ে ১১টায় উত্তরা কমিউনিটি সেন্টার, উত্তরা মডেল টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
বিডি/এসকেএস