
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি আজ রোববার কোনো লিমিট ছাড়াই লেনদেন করবে। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী আজ এ কোম্পানিগুলোর কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো : জিএসপি ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, প্রাইম ফাইন্যান্স এবং ব্র্যাক ব্যাংক।
জানা গেছে, গত ২১ মার্চ কোম্পানি ৪টির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত বোর্ড সভা করেছে। বোর্ড সভায় জিএসপি ফাইন্যান্স ১৮ শতাংশ নগদ, ব্যাংক এশিয়া ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর প্রাইম ফাইন্যান্স লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিয়ম অনুযায়ী সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন সংক্রান্ত বোর্ড সভার পরবর্তী কার্যদিবসের লেনদেনে শেয়ার দর বাড়া বা কমার কোনো সীমা থাকে না। আর এ ৪টি কোম্পানির বোর্ড সভা ২১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বোর্ড সভা পরবর্তী আজ ২৪ মার্চ কোম্পানি ৪টির শেয়ার দর বাড়া বা কমার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না।
বিডি/এসকেএস