অ্যান্ড্রয়েড আইফোনের প্রযুক্তি চুরি করেছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৩:৪৮:২০

হোম বাটনের পরিবর্তে আইফোনের সোয়াইপ আপ প্রযুক্তিকে অ্যান্ড্রয়েড কিউতে যুক্ত করা হয়েছে বলে খুঁজে পেয়েছেন ডেভেলপাররা।গুগল গত সপ্তাহে কিউ-এর একটি বেটা সংস্করণ প্রকাশ করে। সকলের ধারণার চেয়ে এটি বেশ আগেই এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।অ্যান্ড্রয়েড কিউর ডেভেলপার অপশনে দেখা যায় অনস্ক্রিন নেভিগেশন বারকে ডিসেবল করে দিয়ে ‘সোয়াইপ আপ’ ব্যবহার করা যাবে। এটি একেবারেই আইওএসের মতো। যদিও অ্যান্ড্রয়েডের এসব জেসচার যুতসই কাজের নয়। তারা যে কপি করার চেষ্টায় আছে এটা বলাই বাহুল্য বলে মন্তব্য সংশ্লিষ্ট ডেভেলপারদের।মোবাইল থেকে হোম বাটন সরানোর জন্য অ্যান্ড্রয়েডের অন স্ক্রিন নেভিগেশন বার ক্ষতি ছাড়া উপকার করতে পারেনি। নিচের অংশে বেজেল থাকার পরও স্ক্রিনের নিচের অংশ থেকে একটুখানি অংশ অকার্যকর করে দেওয়া। এটি পরোক্ষভাবে কেবল বেজেলকেই বাড়িয়ে দেয়। এই সমস্যার সমাধান অ্যাপল তাদের আইওএসে খুব সুন্দরভাবে করে ফেলেছে। অন্য কোনও পদ্ধতিতে আইওএসের মতো অভিজ্ঞতা আনা প্রায় অসম্ভব। তাই অ্যান্ড্রয়েড অ্যাপলের প্রযুক্তিটি চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে।এর আগেও গুগলের বিরুদ্ধে অ্যাপলের প্রযুক্তি কপি করার অভিযোগ ছিল। বিভিন্ন সময় এসব বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












