
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭২ পয়েন্টে।
ডিএসইতে সূচক কমে ২ মাস ২৬ দিন বা ৫৪ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কমে নেমে এসেছে। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি ডিএসইএক্স আজকের চেয়ে কমে অবস্থান করছিল। ওই দিন ডিএসইএক্স ৫ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছিল।
দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ২০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকার। ডিএসইর আজকের লেনদেন ৩ মাস ১ দিন বা ৫৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ডিএসইর লেনদেন আজকের চেয়েও কম হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮৮ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। সিএসইতে আজ ১০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিডি/এসকেএস