লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৫:৫৬:৫০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির লেনদেন ছাড়িয়েছে ২১ কোটি ৮৫ লাখ টাকা। আর লেনদেন হয় মোট ২৮ লাখ ৭০ হাজার ৮৬ টি শেয়ার।

লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির লেনদেন ছাড়ায় ১৬ কোটি ২১ লাখ টাকা। আর মোট লেনদেন হয় ৪ লাখ ৮ হাজার ৩০২ টি শেয়ার।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। আজ লেনদেন ছাড়ায় ১৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট লেনদেন হয় ৭ লাখ ১ হাজার ৪৮১ টি শেয়ার।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড,বিএটিবিসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ , জেএমআই মেডিক্যাল ডিভাইসেস, ন্যাশনাল পলিমার লিমিটেড, লিগ্যাসি ফুটওয়ার, বাংলাদেশ সবিমেরিন কেবল কোম্পানী লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার গ্রীড কোম্পানী লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিডি/এসকেএস