শেয়ার দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৪ ১৭:১৭:০৩

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ২৮ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৫৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৮৪ বারে ২ লাখ ৭৯ হাজার ৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কেটি ৭০ লাখ ২৯ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা কে এন্ড কিউ এর শেয়ার দর বেড়েছে ১৭ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ০৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৪৭৭ বারে ১ লাখ ১৭ হাজার ১১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকা।
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১: স্কীম ১ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২০ পয়সা বা ৩ দশমিক ৫৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৫ বারে ১ লাখ ৩১ হাজার ৪০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৮৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, লিগ্যাসি ফুটওয়্যার, ন্যাশনাল পলিমার, ডাচ-বাংলা ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, বিডি অটোকারস ও হাক্কানি পাল্প।
বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












