
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫৩ শতাংশ বা ২ টাকা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৪১ বারে ১১ লাখ ৯৭ হাজার ৮৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫ লাখ ৮১ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৬ শতাংশ বা ৯ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯২ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬০৫ বারে ২ লাখ ৫৩ হাজার ২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকা।
ব্র্যাক ব্যাংক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৯ শতাংশ বা ৫ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৬৩৫ বারে ২৮ লাখ ৭০ হাজার ৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, গ্লাক্সোস্মিথ ক্লেইন, ফিনিক্স ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মতিন স্পিনিং ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
বিডি/এসকেএস