ভারত ২৪ কোটি কেজি চা রফতানি করবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৫ ১১:৪১:৪৫
২০১৮-১৯ অর্থবছর শেষে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে চা রফতানির সম্মিলিত পরিমাণ ২৪ কোটি কেজি চা রপ্তানি করবে বলে জানিয়েছে টি বোর্ড অব ইন্ডিয়া। এ লক্ষ্য পূরণের পথে এরই মধ্যে অনেকটাই এগিয়ে গেছে বিশ্বের চতুর্থ শীর্ষ চা রফতানিকারক দেশ ভারত। খবর বিজনেস লাইন।
প্রতি বছর ১ এপ্রিল থেকে ভারতের নতুন অর্থবছর শুরু হয়। টি বোর্ড অব ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) ভারত থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২০ কোটি ৯৯ লাখ কেজি চা রফতানি হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটি থেকে মোট ২১ কোটি ৫২ লাখ কেজি চা রফতানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রফতানি কমেছে ৫৩ লাখ টন। চলতি অর্থবছর শেষে দেশটি থেকে সব মিলিয়ে ২৪ কোটি কেজি চা রফতানির সম্ভাবনা রয়েছে।
২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১০ মাসে চা রফতানি করে ভারতীয় রফতানিকারকরা সব মিলিয়ে ৪ হাজার ৪৭৮ কোটি ৯০ লাখ রুপি আয় করেছেন। আগের অর্থবছরের একই সময়ে চা রফতানি বাবদ দেশটির আয় দাঁড়িয়েছিল ৪ হাজার ২৮৮ কোটি ৪০ লাখ রুপিতে।
টি বোর্ড অব ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান অরুন কুমার রায় বলেন, চলতি অর্থবছরে ভারত থেকে চা রফতানিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষত চীন, ইরান ও রাশিয়ার বাজারে ভারতীয় চায়ের রফতানি চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এ কারণে ২৪ কোটি কেজি চা রফতানির লক্ষ্য প্রাথমিক প্রাক্কলন মাত্র। অর্থবছর শেষে ভারত থেকে চা রফতানির পরিমাণ প্রাক্কলনের তুলনায় আরো বাড়তে পারে।
ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের (আইটিএ) তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের এপ্রিল-জানুয়ারি ভারত থেকে ইরানে ২ কোটি ৯২ লাখ কেজি চা রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ কোটি ৬৭ লাখ কেজি।
আইটিএর চেয়ারম্যান বিবেক গোনেকা বলেন, ভারতের চা রফতানি খাত দ্রুত বড় হচ্ছে। কয়েক বছর ধরে ভারত থেকে পানীয় পণ্যটির বার্ষিক রফতানি ২৫ কোটি কেজির আশপাশে অবস্থান করছে। প্রচলিত বাজারে রফতানি বাড়ানোর পাশাপাশি ভারতীয় রফতানিকারকরা চায়ের নতুন বাজার খুঁজছেন। এর জের ধরে ২০২০ সাল নাগাদ ভারত থেকে আন্তর্জাতিক বাজারে চা রফতানি ৩০ কোটি কেজিতে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্য দিয়ে চায়ের বৈশ্বিক বাজারে ভারতের অবস্থান বর্তমানের তুলনায় আরো পোক্ত হবে।