৩ কার্যদিবস পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৫ ১৫:০৬:০৭

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। একইসাথে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। এর ফলে টানা তিন কার্যদিবস পতনের পর উত্থানে ফিরলো বাজার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, দর কমেছে ১১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৭৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৪ কোটি টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯০৬ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে আজ ১৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












