আবারও ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ওয়াটা কেমিক্যাল
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-২৫ ২২:১৬:০৬

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস্ লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, বিদ্যমান ১৮ হাজার মেট্টিক টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন সালফিউরিক এসিড প্লান্ট ইউনিট -১ এর বিএমআরই করবে।
দ্বিতীয়ত, ১২ হাজার মেট্টিক টন ক্ষমতা সম্পন্ন নতুন এ্যালুমিনিয়াম সালফেট (এলাম) ইউনিট-২ স্থাপন করা হবে।
তৃতীয়ত, ৭ হাজার ২০০ মেট্টিক টন ক্ষমতা সম্পন্ন লিনিয়ার এলকাইল বেনজিন সালফোনিক এসিড (এলএবিএসএ), সোডিয়াম লাউরিল ইথার সালফিট প্লান্ট স্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য ৫০.৯১ কোটি টাকা অগ্রণী ব্যাংক অর্থায়ন করবে।
একই সঙ্গে শিল্প কারখানার পানি ও খাবার পানি পরিশোধন, শিল্পে অত্যাবশ্যকীয় দ্রব্য, পলি এ্যালুমিনিয়াম ক্লোরাইড (প্যাক) প্লান্ট করা হবে। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে সাড়ে ৪ হাজার মেট্টিক টন।
উল্লেখ, এর আগে গত ফেব্রুয়ারি মাসে উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে কোম্পানিটি। নতুন ইউনিটটির উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগির গাজী। ওই সময় তারা বার্ষিক ৩০ হাজার মেট্টিক টন সালফিরিক এসিড উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট চালু করেছে। বর্তমানে কোম্পানিটি মোট ৪৮ হাজার মেট্রিক টন এসিড উৎপাদন করে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













