
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক সহ দুই পরিচালককে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতায় ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। তাই এর ব্যর ব্যবস্থাপনা পরিচালক আহসানুল হক তুষার, পরিচালক সজন কুমার বসাক এবং অমিতাভ ভৌমিক প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য কোম্পানিটি সর্বশেষ ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর থেকে আর কোন আর্থিক প্রতিবেদন প্রকাশ করে নি।
তাদের স্পন্সর, পরিচালকদের সকল বেনেফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শুধু পরিচালকরাই নয় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব এবং হেড অড ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স এর সকল বিও হিসাব ব্যবহার বন্ধ করার (ফ্রিজ) নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
সান বিডি/এসকেএস