সরকারের সঙ্গে ছাত্রদলের আঁতাত!

প্রকাশ: ২০১৫-১১-১১ ১১:০৫:৪৪


Chhatro Dollবিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগ নিয়ে  আলোচনা ও সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার আঁতাতের অভিযোগ উঠেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও তার অনুগত দুই জন সহ-সভাপতির বিরুদ্ধে।

ছাত্রদলের একাধিক সূত্র জানায়, গত ১৫ দিনে মহাখালীর একটি বাসায় দুই বার সরকারের প্রভাবশালী ৩ জন নেতা এবং ২টি সরকারি সংস্থার ব্যক্তিবর্গের সাথে আকরামুল হাসানসহ সংগঠনের ২ জন সহ-সভাপতি সভা করেছেন। তবে দুই জন সহ-সভাপতির নাম স্পষ্টভাবে কেউ বলতে পারেননি।

এই বিষয়ে জানতে আকরামুল হাসানের সাথে তার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

ছাত্রদলের বেশ কয়েক জন সহ-সভাপতির সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা ঘটনাটি শুনেছেন বলে স্বীকার করেন এবং বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করতে রাজি হননি।

এ বিষয়ে ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না বলেন, ‘আমার কানে এসেছে আকরামুল হাসান আওয়ামী লীগের দুজন নেতা ও সরকারের দুটি সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তবে বিষয়টি কতটুকু সত্য তা আমি জানি না। কিন্তু বিষয়টি নিয়ে ছাত্রদলের মধ্যে কানাঘুষা চলছে।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন সহ-সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্তমান কমিটি ১৩ মাসেও শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়ে শপথ নেয়নি। দেশের কোথাও কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেনি। এসবের পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। ফলে সময় এসেছে এসব খতিয়ে দেখার।’ সূত্র: বাংলামেইল