
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। সূচকের পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এর ফলে এক দিনের ব্যবধানে পতনে ফিরেছে বাজার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, দর কমেছে ১৬৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬১টির।
আজ ডিএসইতে ৩৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৩৮৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৬২ পয়েন্টে। সিএসইতে ২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।
সান বিডি/এসকেএস