
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ৮০ পয়সা বা ৮.২৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৬৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৬১৩ বারে ৭ লাখ ৭ হাজার ৫৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৩১ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি এক হাজার ৯৭৯ বারে ২৭ লাখ ৫৪ হাজার ৫৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ২০ পয়সা বা ৬.৫৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৭৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ৩ হাজার ২০৪ বারে ২ লাখ ৮২ হাজার ৮৪৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস, ইনটেক লিমিটেড, ওয়াটা কেমিক্যাল, মুন্নু জুট স্ট্যাফলার্স, এসএস স্টিল, এমবি ফার্মা ও এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
সান বিডি/এসকেএস