পূরবী জেনারেল ইন্স্যুরেন্সর কর্পোরেট পরিচালককে ১০ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৭ ১৬:১৯:২৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক মোনা গার্মেন্টস লি: কে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোনা গার্মেন্টস পূর্ব ঘোষণা না দিয়ে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯ হাজার ৭০৯টি শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন। আর এতে নটিফিকেশন নম্বর এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৪৯/অ্যাডমিন ০৩-৪৮ এবং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩-১১৯/অ্যাডমিন ভঙ্গ করেছে।

তাই বিএসইসি মোনা গার্মেন্টসকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

সান বিডি/এসকেএস