শেয়ার দর পতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৭ ১৬:৩৭:৩১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ফান্ডটির ইউনিট দর ৬০ পয়সা বা ৭.৮৯ শতাংশ কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৭ টাকা দরে বেচাকেনা হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি আন্ড এ টেক্সটাইলের শেয়ার দর ১০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৫.১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৬০ টাকা ৮০ পয়সা দরে বেচাকেনা হয়েছে।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল হেভি কেমিক্যাল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারি, ট্রাস্ট ব্যাংক, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ার ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।

সান বিডি/এসকেএস