আর্ন্তজাতিক বাজারে বাড়ছে গমের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২৮ ১৫:১৯:৫৭


আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশে গমের দাম বাড়তির দিকে রয়েছে। বাড়তি চাহিদার জের ধরে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে কৃষিপণ্যটির দাম আগের তুলনায় কমে ৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়ে গেছে। তবে এদিন ভুট্টা ও সয়াবিনের দামে নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে সর্বশেষ কার্যদিবসে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম দাঁড়িয়েছে ৪ ডলার ৭৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় সাড়ে ৩ সেন্ট বেশি। দিনের শুরুতে প্রতি বুশেল গমের দাম ৪ ডলার ৭৮ সেন্টে উঠেছিল। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারির পর এটাই কৃষিপণ্যটির সর্বোচ্চ দাম।

আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদার জের ধরে এদিন গমের দাম চাঙ্গা হয়ে উঠেছে। মিসর সরকার যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার টন গম কেনার উদ্যোগ নিয়েছে। প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ২২১ ডলার। ইথিওপিয়া সরকার ছয় লাখ টন গম কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। আন্তর্জাতিক বাজার থেকে ৫০ হাজার টন গম কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারও। দেশে দেশে চাহিদা বাড়তে থাকায় সিবিওটিতে কৃষিপণ্যটির দাম চাঙ্গা হয়ে উঠেছে।

এদিকে সর্বশেষ কার্যদিবসে সিবিওটিতে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয়েছে ৩ ডলার ৭৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ সেন্ট কম। অন্যদিকে এদিন সয়াবিনের দাম কমেছে বুশেলে ৫ সেন্ট। দিন শেষে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয়েছে ৯ ডলার ১ সেন্টে।