প্রেসিডেন্ট-সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় আগ্রহী সুচি

প্রকাশ: ২০১৫-১১-১১ ১২:১৮:৫৬


Suchiমিয়ানমারের সাধারণ নির্বাচনে নিজ দল ন্যাশনাল লিগ ফর ডেমেক্রেসির (এনএলডি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ নিশ্চিত হওয়ার পর বুধবার দেশটির প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও স্পিকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন অং সান সুচি। তিনি দেশে নতুন সরকার প্রতিষ্ঠা নিয়ে তাদের সঙ্গে আলোচনার আগ্রহ ব্যক্ত করেছেন।

তিনি বুধবার দেশের ক্ষমতাধর তিন ব্যক্তি প্রেসিডেন্ট থিয়েন সেইন, সেনাপ্রধান মিন অং হেইং এবং পার্লামেন্ট স্পিকার শেউই মানের কাছে চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন,‘নির্বাচনে দেশের নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করেছে। আমি জাতীয় সংহতি নিয়ে আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আলোচনায় বসতে চাই।’

মিয়ানমারে গত রোববার পার্লামেন্টের ৪৪০ আসনের নিম্নকক্ষের ৩৩০ এবং ২২৪ আসনের উচ্চকক্ষের মধ্যে ১৬৮টিতে ভোট হয়েছে। বুধবার পর্যন্ত মাত্র নিম্নকক্ষের ৬১টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে এনএলডি ৫৬টি আসন পেয়েছে। এ নির্বাচনে সুচির দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে বলে আশা করা হচ্ছে।