
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, ডেল্টা ব্রাক হাউজিং, প্রাইম ইন্স্যুরেন্স, গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিসি ফাইন্যান্স:
এ কোম্পানির এজিএম সকাল সাড়ে ১০টায় গুলশান-১, ইমানুলস বানকিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।
ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স:
এ কোম্পানির এজিএম সকাল সাড়ে ১০টায় গুলশান-২, ডেল্টা লাইফ কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
প্রাইম ইন্স্যুরেন্স:
এ কোম্পানির এজিএম বেরা ১১টায় হোটেল পুরবাণী, দিলকুশা, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স:
এ কোম্পানির এজিএম বেলা ১১টায় জাহাঙ্গীর গেইটের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স:
এ কোম্পানির এজিএম সকাল ১১টায়, গুলশান-২এ লেক শোর হোটেলে লা-ভিটা মিলনায়তনে, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
সান বিডি/এসকেএস