সাপ্তাহিক শেয়ার দর দরপতনের শীর্ষে সিঙ্গার বিডি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৩-৩০ ১৪:৪২:১৮


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২৭ দশমিক ১৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৮ কোটি ৫৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৭৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের  প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩.৬০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৩৬ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ট্রাস্ট ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যালস, লাফার্জ হোলসিম বাংলাদেশ রেকিট বেনকিজার লিমিটেড।

সান বিডি/এসকেএস