সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-৩০ ১৪:৪৪:২৯

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে এক কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে অ্যান্ড কিউ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, আইসিবি ইম্পলোয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড,বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, লিগ্যাসি ফুটওয়্যার, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও এটলাস বাংলাদেশ লিমিটেড।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












