আগুনে পুড়ে গেছে আমরা টেকনোলজির একটি ফ্লোর প্রধান কার্যালয়!

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-৩১ ১০:৫২:২৩


বনানীর আগুনে পুড়ে গেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আমরা টেকনোলজির প্রধান কার্যালয়। ওই আগুনে কোম্পানিটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারি আহত হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারের যেই কয়টি তলা পুড়ে ছাই হয়েছে তার একটি ছিলো আমরা টেকনোলজির। বিভিন্ন তথ্য মতে ভবনটির সপ্তম ফ্লোর থেকে ১১তম ফ্লোর আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই ভনটির নবম ফ্লোরে ছিলো আমরা টেকনোলজির প্রধান কার্যালয়। এখানে বসতেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা,প্রধান অর্থ কর্মকর্তা, কোম্পাসি সচিব, মার্কেটিং বিভাগের কর্মকর্তারা। তবে আগুনে কী পরিমাণ আর্থিকভাবে ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।

নামা প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির উর্ধ্বতন এক কর্মকর্তা সানবিডিকে বলেন, আলহামদুলিল্লাহ আমাদের সকল কর্মকর্ত-কর্মচারি ভবন থেকে বের হতে পেরেছে। তবে কয়েকজন আহত হয়েছে। আমাদের কিছু ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির পরিমাণটি এখনো বলা যাচ্ছে না।