আমরা গ্রুপের ২ কোম্পানির হেড অফিস পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১২:০৩:৫৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের হেড অফিস সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৮ মার্চ, বৃহস্পতিবার আগুনে এফআর টাওয়ারের যেই কয়টি তলা পুড়ে ছাই হয়েছে তার একটি ছিলো আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কসের। এখানে বসতেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা,প্রধান অর্থ কর্মকর্তা, কোম্পাসি সচিব, মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।
তাই অগ্নিকান্ডের কারণে কোম্পানিটি সাময়িকভাবে হেড অফিস সাফুরা টাওয়ার (৯ম ফ্লোর), ২০ কামাল আতার্তুক এভিনিউ বনানীতে শিফট করেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













