সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রায় ১৮ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানির চাহিদা ৩০ কোটি টাকার বিপরীতে ৫২৯ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫০০ টাকার আবেদন জমা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য গেছে।
কোম্পানির লটারি ড্র আগামী ১০ এপ্রিল, রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে সকাল ১০ টায় শুরু হবে।
২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৫ পয়সা। ৫ বছরের শেয়ারপ্রতি মুনাফার ভারিত গড় ১ টাকা ৪৬ পয়সা।
ওষুধ কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকায় ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রতি লটে শেয়ারের সংখ্যা হবে ৫০০টি। এর মাধ্যমে তারা বাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের ৪৮ দশমিক ২২ শতাংশ বা ১৪ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় হবে কোম্পানির নতুন কারখানা ভবন নির্মাণকাজে। এছাড়া যন্ত্রপাতি ক্রয়ে ৩২ দশমিক ৪৫ শতাংশ বা ৯ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার, ডেলিভারি ভ্যান ক্রয়ে ১২ দশমিক ১০ শতাংশ বা ৩ কোটি ৬৩ লাখ ১০ হাজার ও আইপিওর খরচ বাবদ ৭ দশমিক ২৩ শতাংশ বা ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় করা হবে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০৫ কোটি টাকা। প্রাক-আইপিও পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৩৭ লাখ টাকা। আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করা হলে কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়াবে ৯৪ কোটি ৩৭ লাখ টাকা।
উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
সান বিডি/এসকেএস